ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাটমোহরে জাতীয় সংগীত নিয়ে ফতোয়া দেওয়ায় ইমাম গ্রেপ্তার

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

পাবনা: পাবনার চাটমোহরে জাতীয় সংগীত নিয়ে ফতোয়া দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণ ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমামের নাম হাসিনুর রহমান (২০)।

তিনি উপজেলার ছাইকোলা সরদারপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম এবং একই গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহীদ আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘গত শুক্রবার জুমআ’র নামাজের খুতবা পাঠকালে হাসিনুর রহমান ফতোয়া দেন- জাতীয় সংগীত গাওয়া শেরেক, আর যারা এ সংগীত শোনে তারা মুশরিক। ’

জাতীয় সংগীত সম্পর্কে ইমাম এমন মন্তব্য করার সঙ্গে সঙ্গে মুসুল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার গ্রেপ্তার দাবি করেন বলে জানান ওসি।

তিনি আরও জানান, ‘এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম নজরুল ইসলাম ওই ইমামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হাসিনুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ’

গ্রেপ্তারকৃত ইমামকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি সহীদ আলম।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।