ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষ উদযাপন করলেন সাভারের পোশাক শ্রমিকরা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষ উদযাপন করলেন সাভারের পোশাক শ্রমিকরা

সাভার (ঢাকা): 'মুজিববর্ষের অঙ্গীকার বাংলাদেশ হবে শ্রমিক-শ্রমজীবী জনতার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করলেন সাভারের পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়।

সম্প্রতি করনো ভাইরাস বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পরায় মুজিববর্ষের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রী নেতা ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোমাইয়া ইসলাম, যুগ্ম সম্পাদক পারভীর আক্তার, দেলোয়ার হোসেন,  মাহবুবুর রহমান, মানিক মিয়া ইলিয়াস, টিপু সুলতান ও মেহদী হাসানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad