ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২

জামালপুর: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ দিন বয়সী এক নবজাতক ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ৫ যাত্রী নিয়ে জামালপুর যাচ্ছিল। পথে নান্দিনার খড়খড়িয়ায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা খুলে যায়।

এসময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে একটি পাকা দেয়ালে ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনে বসা বৃদ্ধ ফজলুল হক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হন অটোরিকশার আরও ৩ যাত্রী। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।  
 নিহত ফজলুল রহমানের (৬৫) বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভাটিদাসপাড়া গ্রামে।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঝালরচর এলাকায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ির সংর্ঘষ হলে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় ১০ দিনের নবজাতক। সে বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর গ্রামের মমিজলের ছেলে।  

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।