ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফ থানার ওসি বরখাস্ত

আনছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

কক্সবাজার: টেকনাফ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি অস্ত্র মামলায় পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিলের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।



কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানিয়েছেন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশের বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত করার কারণ নিশ্চিত না করলেও ৬ সেপ্টেম্বর তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের এক যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং পক্ষপাতমূলক প্রতিবেদন দেওয়ার অভিযোগে টেকনাফ থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, তিনি ছুটিতে থাকায় দাপ্তরিক ভাবে এখনো বিষয়টি জানেন না।

তবে ওই মামলার পক্ষপাতমূলক প্রতিবেদন দেওয়ার অভিযোগটি তিনি নিজেই তদন্ত করেছিলেন বলে জানান।

রুরে আলম মিনা আরও জানিয়েছেন, ওই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হকসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

মঙ্গলবার রাত পর্যন্ত নতুন ওসি টেকনাফ থানায় যোগ দেননি।

বাংলাদেশ সময় ০১৪২ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।