ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষে শেখ হাসিনা সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে শেখ হাসিনা সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: ১৯২০ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বাঙালি জাতির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দফতর বরিশালের তত্ত্বাবধানে শেখ হাসিনা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়ার সদর দফতর বরিশালের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও পদাতিক ডিভিশন ও বরিশালের সব অফিসার, জেসিও অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  

র‌্যালির শুরুর প্রাক্কালে জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাঙালি জাতি প্রতি বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তার আদর্শ ও চেতনায় উজ্জীবিত  হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসের প্রতিটি প্রবেশপথে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সুসজ্জিত করা হয়।

এই দিনে জাতির পিতা স্মৃতিস্মরণে কেন্দ্রীয়ভাবে মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।