ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

ঢাকা: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ বুধবার। সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

দিবসটির সফলতা কামনা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, ‘বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে নিরতার অভিশাপ থেকে মুক্ত করে কর্মমুখী দ জনশক্তিতে রূপান্তর অত্যন্ত জরুরি। বর্তমান সরকার দেশ থেকে নিররতা সম্পূর্ণরূপে দূরীকরণে বদ্ধপরিকর। এেেত্র সরকারি কর্মসূচির পাশাপাশি বেসরকারি উদ্যোগের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিররতামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ’

এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের জন্য শিতি ও দ মানবসম্পদ অপরিহার্য। আমাদের বিপুল জনগোষ্ঠীকে কর্মমুখী শিায় শিতি করে তোলা হলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ল্য অর্জন সহজতর হবে। এজন্য বর্তমান সরকার ২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে নিররতামুক্ত করতে বদ্ধপরিকর। এ কর্মসূচির সফল বাস্তবায়ন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ল্য অর্জনে সহায়ক হবে। ’

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।