ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর চারঘাটে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

রাজশাহী: ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর চারঘাট থেকে মঙ্গলবার গভীর রাতে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার, একটি হাতুড়ি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলো, বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামের আলতাফ হোসেন (৩০), আলমগীর হোসেন সাগর (২২), শাহীন (২৮) ও উজ্জল (২০)।  

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুলিশের একটি টহল দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছি বটতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া চার দুর্বৃত্ত আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিলো।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।