ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আতঙ্ক: ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
করোনা আতঙ্ক: ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল

নীলফামারী: করোনা ভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় রোববার (১৫ মার্চ) থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে ঢাকা-সৈয়দপুরসহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যাবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চালু ছিল।

এদিকে ঢাকা-সৈয়দপুর ছাড়াও আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

অপরদিকে, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।