ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জহুরুল একই উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক ও উপজেলার খানমরিচ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলশিক্ষক জহুরুল পাবনা থেকে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গুড়ার দিকে আসছিলেন। পথে মল্লিকচক গ্রামে এলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।  

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় নিহত ওই স্কুলশিক্ষকের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad