ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোটরমালিক সমিতির ফ্রি সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোটরমালিক সমিতির ফ্রি সেবা

রাঙামাটি: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রাঙামাটি-চট্টগ্রাম রুটে এক দিনের জন্য ফ্রি সেবা দেবে মোটর মালিক সমিতি। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির নব নির্বাচিত সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমান।

তিনি বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একদিনের জন্য যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন খাতের এ নেতা আরও বলেন, এমন দিন একশো বছরের মধ্যে আর পাওয়া যাবে না। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সমিতির সব সদস্য সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছি। ১৭ মার্চ সকাল থেকে যাত্রীরা সমিতির সব গাড়িতে বিনা ভাড়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।