ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রুমায় পর্যটকদের জন্য অভ্যর্থনা কক্ষ স্থাপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
রুমায় পর্যটকদের জন্য অভ্যর্থনা কক্ষ স্থাপন 

বান্দরবান: পর্যটন জেলা বান্দরবানে প্রতিদিনই চলমান রয়েছে পর্যটকদের উন্নয়নের জন্য নানান প্রকল্প বাস্তবায়নের কাজ। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমা উপজেলার সেনানিবাস সংলগ্ন এলাকায় পর্যটকদের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে শুরু হচ্ছে একটি অভ্যর্থনা কক্ষ স্থাপনের কাজ। 

৩৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কাজটি সম্পন্ন করবে।
 
এদিকে শুক্রবার (১৩ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যর্থনা কক্ষের নির্মাণকাজের উদ্বোধন করেন।

 

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অভ্যর্থনা কক্ষের নির্মাণকাজের খোঁজ খবর নেন এবং পর্যটকদের সুবিধার জন্য রুমা উপজেলার প্রবেশ মুখে এই ধরনের অভ্যর্থনা কক্ষ নির্মাণ করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রুমা জোনের উপ অধিনায়ক মেজর যুবায়ের শফিক (পিএসসি), অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়ুয়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, ম্রাসা খেয়াং, তিং তিং ম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছিন আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।