ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও বেশি দামে মাক্স বিক্রি করার অভিযোগে পৃথক অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার রাত ও বুধবার (১১ মার্চ) সকালে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, শান্তিমোড়ে নেহাল মুদি স্টোরে মেয়াদোত্তীর্ণ মালামাল ও  বেশি দামে মাস্ক  বিক্রি করার অপরাধে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ জরিমানা করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে বুধবার বেলা ১১টার দিকে শহরের নীমতলা মোড়ে কিরণ ফার্মেসিকে চড়া মূল্যে মাক্স বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।