ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় বিদেশফেরত ৩ জন কোয়ারেন্টাইনে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পাবনায় বিদেশফেরত ৩ জন কোয়ারেন্টাইনে 

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় করোনা ভাইরাস সন্দেহে বিদেশফেরত ৩ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ প্রবাসীরা দুই দিন আগে ইতালি থেকে দেশে এসেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক কবীর মাহমুদ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসক বলেন, আটঘরিয়ায় করোনা ভাইরাস সন্দেহে বিদেশফেরত তিন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া বিদেশফেরত আরও ১০/১২ জনকে পরীক্ষা করা হয়েছে। তবে তাদের শরীরে কোনো প্রকার করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।  

করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি হিসেবে পাবনা শহরের আরিফপুর আমেনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনকে আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে একসঙ্গে ২শ' মানুষকে পৃথকভাবে রাখা সম্ভব। এ ছাড়া জেলায় পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক আছে বলেও জানান জেলা প্রশাসক।  

কবীর মাহমুদ বলেন, করোনা ভাইরাস নিয়ে শংকিত হওয়ার কিছু নেই। এটি সাধারণ অসুখের মতোই। যারা হার্টের রোগী, কিডনী দুর্বল, ফুসফুসে অসুখ বা বয়স্ক তারা এ ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি রয়েছে।  

কবীর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল করিম, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সাংবাদিক সুশীল তরফদার, আব্দুল হামিদ খান, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, কলিট তালুকদার, রনি ইমরান প্রমুখ।

করোনা সন্দেহে এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা প্রসঙ্গে পাবনার সিভিল সার্জন ডা. মির্জা মেহেদী ইকবাল জানান, বিষয়টি তেমন কিছু নয়, পাবনার আটঘরিয়ায় বিদেশ ফেরত জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

এদিকে "দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব-প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি' এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায়  ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১০ বছরের উন্নয়ন কাজের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০ 
এমআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।