ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করায় জেল-জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করায় জেল-জরিমানা

সাভার (ঢাকা): সাভারে বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে এক ওষুধ ফার্মেসিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারে থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

আব্দুল্লাহ আল মাহফুজ জানান, তার অফিসের এক কর্মচারীকে থানা রোড এলাকায় 'লাজ ফার্মা' নামে একটি ওষুধ ফার্মেসিতে মাস্ক কেনার জন্য পাঠানো হয়।

পরে ওই কর্মচারী ফার্মেসি থেকে চল্লিশ টাকা দিয়ে একটি মাস্ক কিনে নিয়ে আসেন। ওই ফার্মেসি কর্তৃপক্ষ ভাইরাসের দোহায় দিয়ে পাঁচ টাকার মাস্ক ৪০ টাকায় বিক্রি করেন। এ অভিযোগে তাৎক্ষণিকভাবে ওই ফার্মেসিতে গিয়ে অভিযান পরিচালনা করে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।