ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎ-পানি-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বিদ্যুৎ-পানি-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবি মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এনডিএ নেতারা এ মানববন্ধন পালন করেন।

তারা বলেন, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে।

কোন কারণ ছাড়াই বিদ্যুৎ ও পানির মিলনতিথি একেবারেই অনুচিত। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে পানি ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঘোড়া লাগামহীনভাবে ছুটে চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বেড়েছে। এরপরে আসছে রোজার মাস, তখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আরও বেড়ে যাবে।  

বর্তমান সরকারের আমলে ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, আর মধ্যবিত্তরা জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। সুতরাং সরকারের কাছে অনুরোধ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।