ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রমনায় দরজা ভেঙে উপ-সচিবের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
রমনায় দরজা ভেঙে উপ-সচিবের মরদেহ উদ্ধার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরী

ঢাকা: রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন।

অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। পরে অফিসের লোকজন আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।