bangla news

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-০৩ ৮:৫২:১২ পিএম
জাতীয় সংসদ। ছবি: বাংলানিউজ

জাতীয় সংসদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের ২২ মার্চ (রোববার) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় এ অধিবেশ শুরু হবে।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৬ বঙ্গাব্দের ৮ চৈত্র মোতাবেক ২০২০ খ্রিস্টাব্দের ২২ মার্চ (রোববার) সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের ৭ম এবং ২০২০ সালে ২য় অধিবেশন) আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসকে/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সংসদ সংসদ অধিবেশন মুজিববর্ষ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-03 20:52:12