ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১০টি কারখানায় অভিযান চালিয়ে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়৷

সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে দুর্গাবাড়ি ও মিরেশ্বরাই এলাকায় শুরু হওয়া অভিযান সকাল সাড়ে ১০টায় শেষ হয়৷

মুন্সিগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ জানান, ১০টি কারখানায় অভিযান চালিয়ে ৮ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা  হয়েছে। যার মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা।

 

এছাড়া ৪ লাখ ২২ হাজার ৬০০ পিস মবিন জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে জরিমান ও আটক করা যায়নি বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিনসহ নৌ পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।