ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজের ছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজের ছাত্র নিহত

খুলনা: খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্লা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একইসঙ্গে তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় ফুলতলা-জামিরা সড়কের গাড়াখোলা গাজীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।

বিএল কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

দুর্ঘটনায় আহত হুমায়ুন বিশ্বাস (২০) ও মাজেদুল গাজীর (২২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হুমায়ুন বিশ্বাস মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের খবির বিশ্বাসের ছেলে ও শাহাপুর মধুগ্রাম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আর মাজেদুল গাজী চেচুড়ি গ্রামের গণি গাজীর ছেলে ও বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানায়, তিনবন্ধু মোটরসাইকেলে (যশোর-ল-১১-৬৪৪৬) করে বাড়ি ফিরছিলেন। কিন্তু গাড়াখোলা গাজীপাড়া মোড়ে এলে রাস্তার পাশের বাঁশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান তারা।

পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। সেইসঙ্গে আহত হুমায়ুন ও মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।