ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ৬ কুড়িগ্রামে ইয়াবাসহ আটক একজন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা থেকে ১১ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ও দুপুরে তাদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে মুকুল হোসেন (৩৩), চর বোয়লমারী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে বাবুল আক্তার (৩২), সুখেরবাতি গ্রামের পলাশ মিয়ার স্ত্রী ফুলি বেগম (৩৫), চর ফুলবাড়ি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রমেনা বেগম (৪০), টাপুরচর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আসাদুল ওরফে আসাদ (৩৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সোলায়মান (৩০)।

পুলিশ জানায়, ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে দুপুরে রাজিবপুর উপজেলার স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪৯০পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ।

রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম ও রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা তালুকদার বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।