ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিচারকদের নিয়ে নির্বাচন তদন্ত কমিটি গঠন ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
বিচারকদের নিয়ে নির্বাচন তদন্ত কমিটি গঠন ইসির

ঢাকা: আসন্ন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিচারকদের সমন্বয়ে তিনটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই কমিটি নির্বাচন পূর্ব সময়ে সকল অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে।

ইসির আইন শাখার উপ-সচিব মো. শরিফ হোসেন হায়দারের স্বাক্ষরে ইতিমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে-গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জন মো. রেজাউল করিম এবং সহকারী জজ মো. নূরুল হক নিয়ে গঠন করা হয়েছে গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনের ‘নির্বাচনী তদন্ত কমিটি’।

ঢাকা-১০ আসনের নির্বাচনের জন্য ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য এবং সহকারী জজ জহিরুল আলম নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী তদন্ত কমিটি।

আর বাগেরহাট-৪ আসনের নির্বাচনের জন্য বাগেরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহীনুর রহমান এবং সহকারী জজ লস্কার সোহেল রানাকে নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি তিনটি সংশ্লিষ্ট উপ-নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এ তিন আসনে তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণের দিন ২১ মার্চ।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
ইইউডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।