ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ১২ কেজি ভারতীয় রূপা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সাতক্ষীরা সীমান্তে ১২ কেজি ভারতীয় রূপা জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে এসব রূপা জব্দ করা হয়। এ সময় কোন চোরাকারবারীকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে। পরে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় কালিয়ানী মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করা হয়।  

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বাংলানিউজকে জানান, জব্দকৃত রূপার মূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। রূপাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।