bangla news

বালুভর্তি ট্রাকের ভারে দেবে গেলো বেইলি ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৭ ৩:০৯:০৪ পিএম
ব্রিজে দেবে যাওয়া ট্রাক। ছবি: বাংলানিউজ

ব্রিজে দেবে যাওয়া ট্রাক। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অতিরিক্ত বালু বহন করা একটি ট্রাকের ভারে দেবে গেছে খিরু নদীর ওপরে থাকা একটি বেইলি ব্রিজ।

এ সময় ট্রাকচালক ও তার সহকারী গাড়ি থেকে দ্রুত বেরোতে পারলেও ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাকিল আহত হয়েছে।

এছাড়া ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বড় ধরনের যানবাহনগুলো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ভালুকা-মল্লিকবাড়ী সড়কে প্রায় ৩০ টনের অধিক বালুভর্তি একটি ট্রাক ওই ব্রিজটিতে উঠলে সেটি দেবে যায়।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রী পাঠিয়েছি। আশা করছি, আজ অথবা আগামীকালের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
একে/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-27 15:09:04