ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ২৭, ২০২০
যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক তিনজন হলো- নয়ন (১৭), অনিক (১৬) ও জিহাদ (১৬)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইমন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনায় ওই তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

নিহত ইমনের বাবা আবু বকর বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত শেষে রাজধানীর মাতুয়াইলের একটি কবরস্থানে ইমনকে দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পোশাক শ্রমিক ইমন।

** রাজধানীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।