ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, ফেব্রুয়ারি ২৭, ২০২০
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন মুন্না। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমরান হোসেন ওরফে মুন্না (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুন্না যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আফতাব উদ্দীনের ছেলে।

তিনি তার চাচার মাছের ব্যবসা দেখাশুনা করতেন।

নিহত মুন্নার পরিবারের স্বজনরা জানান, মুন্না মাছ বাজার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুন্নার বুকে-পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।

নিহত মুন্নার চাচা শেখ মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, মুন্না আমার মাছের ব্যবসা দেখাশুনা করতেন। পাওনাদারদের কাছে টাকা চাইতে সন্ধ্যায় তিনি দোকান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর আসে স্থানীয় পলাশসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করেছেন। কয়েকদিন আগে পলাশ কারাগার থেকে বের হয়েছেন। পলাশের সঙ্গে মুন্নার কোনো বিরোধ ছিলো কিনা আমার জানা নেই।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো দ্বন্দ্বের কারণে দুর্বৃত্তরা মুন্নাকে হত্যা করতে পারে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।