bangla news

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৬ ৯:৫৯:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজিব (২০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজিরহাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজিব লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। সে হাজিরহাটে নানার বাড়িতে থেকে বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুতের কাজ করতো।

স্থানীয়রা জানান, বিদ্যুত শ্রমিক সজিব হাজিরহাট বাজারের কাছে একটি দোতলা ভবনের ছাদে বিদ্যুতের লাইনে কাজ করছিলো। এসময় অসাবধানতায় পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সঙ্গে স্পৃষ্ট হয়ে সজিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসআর/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   লক্ষ্মীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-26 21:59:44