ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সার্বিক অপতৎপরতা রুখতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সার্বিক অপতৎপরতা রুখতে হবে

গাইবান্ধা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে দেশের জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মান্ধতাসহ সার্বিক অপতৎপরতা রুখতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী বর্তমান সরকার সারাদেশে সংস্কৃতির সু-বাতাস ছড়িয়ে দিতে চায়।

যাতে মৌলবাদ ও জঙ্গিবাদের অপতৎপরতা চিরতরে এদেশ থেকে বিতাড়িত হয়। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

এর আগে, সকালে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad