bangla news

নগরবাড়ীতে শুরু হচ্ছে নদীবন্দর নির্মাণকাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৬ ৬:৫২:০৪ পিএম
নগরবাড়ীঘাট নদীবন্দর

নগরবাড়ীঘাট নদীবন্দর

ঢাকা: পাবনার নগরবাড়ীতে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ করতে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরবাড়ীঘাটে নদীবন্দর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হবে বলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

নৌ মন্ত্রণালয় জানায়, পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ীঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মালামাল বিতরণের অন্যতম প্রধান কেন্দ্র নগরবাড়ীঘাট। এ ঘাটে মূলত সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা, খাদ্য সামগ্রি এবং অন্যান্য বাল্ক (খোলা) সামগ্রি ওঠা-নামা করে থাকে। 

আরিচা নদীবন্দরের আওতায় ১৯৮৩ সালে নগরবাড়ী বন্দরের কার্যক্রম শুরু হয়। নগরবাড়ীঘাটে কোনো প্রকার সরকারি বা বেসরকারি প্রাতিষ্ঠানিক সুবিধাদি না থাকায় নগরবাড়ী এলাকায় আধুনিক বন্দর অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এ প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্পের মূল কাজগুলো হলো- ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীর রক্ষাবাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পন্টুন, কাঁটাতারসহ সীমানা প্রাচীর, যাত্রী ছাউনিসহ পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমেটরি ও পাইলট হাউজ নির্মাণ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-26 18:52:04