ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

বরিশাল: সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি- এই স্লোগানে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরের বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে বিআরটিএ-বরিশাল।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) শিতাংশু শেখর বিশ্বাস, বরিশালের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক মো. আতিকুল আলম, বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (নর্থ) এফ এম ফাইজুর রহমান, পরিদর্শক মো. রফিউল ইসলামসহ বরিশালের ১১০ জন পেশাদার গাড়িচালক।

কর্মশালায় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে মোটরযান আইন নিয়ে আলোচনা করা হয়।

জানানো হয়, পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ কর্মশালা চলমান থাকবে। পর্যায়ক্রমে সব পেশাদার গাড়ি চালকদের এই প্রশিক্ষণের আওতয় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।