ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে মহাসড়কে নছিমন-করিমন বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বাগেরহাটে মহাসড়কে নছিমন-করিমন বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, টমটম, ভটভটি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারণে বাস মালিকরা যাত্রী পাচ্ছে না। যার কারণে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবৈধ এ যান চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। এসব বাহনের চালকদের কোনো প্রশিক্ষণ নেই। সড়কে তারা তাদের ইচ্ছেমত গাড়ি চালায়। ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে। অবৈধভাবে এসব যানবাহন মহাসড়কে চলাচল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে আজ রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোতে চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।