ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় ঝোপ থেকে জীবিত শিশু উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
হাতিয়ায় ঝোপ থেকে জীবিত শিশু উদ্ধার 

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকা থেকে এক মাস বয়সী একটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে বিটুর বাড়ির পুকুর পাড়ের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে এক গৃহবধূ পুকুরে গোসল করতে গেলে নবজাতকের কান্না শুনতে পান।

পরে স্থানীয়রা ওই বাড়ির লোকজনের সহায়তায় প্রায় ২৫-৩০ দিন বয়সী শিশুকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, কে বা কারা লোক চক্ষুর অন্তরালে শিশুটিকে (ছেলে) পুকুর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজ-খবর নিই। এ ব্যাপারে কী করা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।