ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় কম্পিউটার ব্যবসায়ীরা ধর্মঘটে, দোকান বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
খুলনায় কম্পিউটার ব্যবসায়ীরা ধর্মঘটে, দোকান বন্ধ ধর্মঘটের কারণে মহানগরীর জলিল মার্কেটের কম্পিউটার দোকান বন্ধ

খুলনা: আমদানিকারকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে খুলনায় আইটি মার্কেট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন কম্পিউটার ব্যবসায়ীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে অর্ধদিবস এ ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের কারণে মহানগরীর জলিল মার্কেটের আড়াইশ’ কম্পিউটার দোকান বন্ধ রয়েছে।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার মনিরুল ইসলাম বলেন, আমদানিকারকরা কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা বিক্রি করতে পারে না। কিন্তু খুলনায় কিছু কিছু আমদানিকারক নিয়ম না মেনে খুচরা যন্ত্রাংশ বিক্রি করছেন। এটি বন্ধের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অর্ধদিবস ধর্মঘট পালন করা হচ্ছে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে পরে আরও কর্মসূচি নেওয়া হবে।

তিনি জানান, বেলা ১১টায় সভা করে ১২টা থেকে ধর্মঘট শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।