ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরিবদের পোশাক বিতরণ করলেন ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
গরিবদের পোশাক বিতরণ করলেন ডিএমপি কমিশনার

ঢাকা: ঈদ-ঊল-ফিতর উপলক্ষে গরিবদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছেন ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক।

বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিনি এ পোশাক বিতরণ করেন।



শহীদুল হক পুলিশ লাইনের ২১৬ জন মেস বয় এবং বাবুর্চির প্রত্যেককে একটি করে প্যান্ট ও একটি করে গেঞ্জি দেন। এছাড়া আরও ৩৮৩ জন গরিব মানুষের প্রত্যেককে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি দেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, পুলিশ অফিসারদের বেতন-ভাতা থেকে সংগ্রহ করা টাকায় এসব কাপড় কেনা হয়েছে।

পরে কমিশনার কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের খোঁজখবর নিতে যান এবং স্টেশনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শহীদুল হক সাংবাদিকদের জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। জনগণের নিরাপত্তা দিতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ’

তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে বাকি দিনগুলো এবং ঈদের বন্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য সজাগ থাকবে পুলিশের সব বিভাগ। ’

কেউ কোনো ধরনের বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানোরও আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।