ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিরলে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, ফেব্রুয়ারি ২৪, ২০২০
বিরলে যুবককে কুপিয়ে হত্যা কুপিয়ে হত্যা

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার রানিপুকুর ইউনিয়নের রাঙ্গন হাড়িপুকুর গ্রামে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া একই ইউনিয়নের হালজাই গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে।

 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় রাঙ্গন (হাড়িপুকুর) গ্রামের স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিযয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময় : ০৪৩৯, ফেব্রুয়ারি ২৪, ২০২০
টিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।