ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

ঢাকা: গ্যাস সংকটের মধ্যেই চট্টগ্রামে নতুন করে আরেকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট’- নামের এই কেন্দ্রের উদ্বোধন করবেন।

একই সঙ্গে তিনি উদ্বোধন করবেন কর্ণফুলী গ্যাস ডিন্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডেও।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১৫০ মেগাওয়াট) উদ্বোধনের ৭ দিনের মাথায় গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

নতুন কেন্দ্রটির উদ্বোধন প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ব্যবসার উন্নয়নে এই বিদ্যুৎকেন্দ্র বেশ ভাল ভূমিকা  রাখবে। এছাড়া গ্যাস সরবরাহের জন্যও আলাদা একটি কোম্পানি গঠন করা হয়েছে। ’

শিকলবাহায় নির্মিত এই কেন্দ্রটির প্রকল্প এলাকার আয়তন ৬ একর। এটি নির্মাণ করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চীনের মেসার্স সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি একটি চুক্তি করে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৭শ’ ৭৭ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ৬শ’ ৩৯ কোটি ২৮ লাখ টাকা।

গত ১৬ আগস্ট এ কেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।