ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরাণীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
কেরাণীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা: রাজধানী ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় লতিফুন্নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় লতিফুন্নেছার নাতনি সোহানা (১০) আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গদাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বৃদ্ধার নাতি মো. রনি জানান, বংশালের মাহুতটুলী এলাকার স্থানীয় তারা।

তার খালা রোকেয়া বেগমের (নিহত বৃদ্ধার মেয়ে) বাসা কেরাণীগঞ্জ গদাবাগ এলাকায়। সেখানেই থাকতেন লতিফুন্নেছা। আর সোহানা মাহুতটুলী এলাকার একটি স্কুলে পড়ে। দুপুড়ে স্কুল ছুটি শেষে নাতনিকে নিয়ে মাহুতটুলী থেকে কেরাণীগঞ্জের বাসায় যাচ্ছিলেন লতিফুন্নেছা। কেরাণীগঞ্জ গদাবাগ এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কায় দেয়। এতে দু’জনের আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে লতিফুন্নেছার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ( পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তে জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।