ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ঘরমুখো মানুষকে ভোগান্তি থেকে রক্ষায় পুলিশ আন্তরিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
‘ঘরমুখো মানুষকে ভোগান্তি থেকে রক্ষায় পুলিশ আন্তরিক’

ঢাকা : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) একেএম শহীদুল হক বলেছেন, ঈদ উদযাপনে ঘরমুখো মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ঈদের পর আরও তিন দিন পুলিশ এ দায়িত্ব পালন করবে।



মঙ্গলবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমপি মিরপুর অঞ্চল ও ডিএমপি-ট্রাফিকের (পশ্চিম) কর্মকর্তা এবং বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

শহীদুল হক বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে পুলিশ আন্তরিক। ’

অতিরিক্ত ভাড়া আদায়সহ কাউন্টারের স্টাফ ও কুলিদের হয়রানি প্রতিরোধ এবং বিভিন্ন কাউন্টারে চাদাবাজি বন্ধে রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।

তবে অতিরিক্ত ভাড়া আদায় বা চাদাবাজির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ এ ব্যাপারে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ’

পরে ডিএমপি কমিশনার বাস-ট্রাক মালিক সমিতির নির্ধারিত ভাড়ার সঙ্গে যাত্রীদের টিকেটে উল্লেখ করা ভাড়া পরীক্ষা করে দেখেন এবং যাত্রীদের ভালো মন্দের খোঁজখবর নেন।

বাংলাদেশ সময় : ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।