bangla news

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২২ ১২:৫১:০১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষের ট্রলিচালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ভোড়ামারা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে ট্রলিচালক শুকুর আলী (৩৫) ও একই এলাকার আতর আলীর ছেলে হেলাপার আলামিন (১৮)। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম রিপন আলী। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাইল করিম বাংলানিউজকে জানান, সকালে দশমাইল এলাকায় একটি ট্রলি ওই মহাসড়ক পার হচ্ছিল। এসময় কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক আলী ও হেলপার আলামিনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় রিপন নামে এক পথচারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। 

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   কুষ্টিয়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-22 12:51:01