ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ফেনী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী

ফেনী: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জান, ফেনী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বখতেয়ার ইসলাম মুন্না, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, বর্তমান সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ প্রমুখ।

সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শীতে ফেনী জেলার ফটো সাংবাদিকদের ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।