ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাট সীমান্তে ভারতীয় মুদ্রাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মুদ্রাসহ আটক ৫

হবিগঞ্জ: অবৈধভাবে ভারতীয় মুদ্রা বাংলাদেশে নিয়ে আসা ও সংরক্ষণের অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে আটকের পর তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

আটকরা হলেন- চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকার মৃত অহিবুর মুন্ডার ছেলে অসীত মুন্ডা (২৫), একই এলাকার মর্তি মাঝির ছেলে টুটুল মাঝি (৩২), কালিশিড়ি এলাকার মানিক মিয়ার ছেলে মিজান মিয়া (৩২), একই এলাকার ছেরাগ আলীর ছেলে আবুল কাশেম (২৯) ও ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতীয় মুদ্রা বাংলাদেশে নিয়ে আসা ও এগুলো সংরক্ষণের অপরাধে পাঁচজনকে করে বিজিবি।  

এ ব্যাপারে বিজিবি চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. মহসিন রেজা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।