bangla news

বাবার প্রতিকৃতির সামনে প্রধানমন্ত্রীর সেলফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২২ ১২:৫৪:১৩ এএম
বাবার প্রতিকৃতির সামনে বোন ও মেয়ের সঙ্গে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাবার প্রতিকৃতির সামনে বোন ও মেয়ের সঙ্গে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে তোলা এই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এ সেলফিটি তোলেন। 

প্রধানমন্ত্রীর তোলা সেলফি ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। 

তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রযুক্তিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সম্প্রতি হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনের ক্যামেরায় পদ্মাসেতুর ছবি তোলার একটি ছবিও ভাইরাল হয়। সুযোগ পেলেই প্রযুক্তিবান্ধব প্রধানমন্ত্রী বাংলা অপরূপ দৃশ্য ধারণ করেন মোবাইল ফোনের ক্যামেরায়।  

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমআইএইচ/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-22 00:54:13