ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সালাম নগরে শ্রদ্ধা জানাতে জনতার স্রোত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
সালাম নগরে শ্রদ্ধা জানাতে জনতার স্রোত

ফেনী: ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামের নাম পরিবর্তন করে ‘ভাষাশহীদ সালাম নগর’ করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সালাম নগরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে স্রোত নামে হাজারো নারী-পুরুষ-শিশুর।

ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী-সংগঠকসহ সর্বস্তরের মানুষ ছুটে যান সালাম নগরে। ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে।

ভাষাশহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।

এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষেদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল আহাম্মদ ভূঞা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার।

সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভাষাশহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যা বাঙালি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম, ফেনী প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম।

শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ পুশাসন, উপজেলা প্রশাসন, ভাষাশহীদ সালাম পরিবার, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, ভাষাশহীদ সালাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।