ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পকেট গ্যাস’ বের হচ্ছে হোসেনপুরের ওই নলকূপ দিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
‘পকেট গ্যাস’ বের হচ্ছে হোসেনপুরের ওই নলকূপ দিয়ে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নলকূপের পাইপ দিয়ে যে গ্যাস বের হচ্ছে তা ‘পকেট গ্যাস’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে বিষয়টি জানান তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী শান্তনু রায়।  

তিনি বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘পকেট গ্যাস’।

চার-পাঁচ দিনপর নলকূপের পাইপ দিয়ে বের হওয়া গ্যাস এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে বিষয়টি দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

>>>হোসেনপুরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস 

এদিকে, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নলকূপের মোটর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কিশোরগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়াও নলকূপের পাইপের মাথায় আগুন না জ্বালানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশ ও চৌকিদার মোতায়েন করা হয়েছে।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের শাহবাড়ির একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে এমন খবর চারদিক ছড়িয়ে পড়ে। ওইদিন রাতে ‘হোসেনপুরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস’ শীর্ষক সংবাদ বাংলানিউজে প্রকাশ হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।