ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

পাবনা: পাবনা সদর উপজেলার কলাবাগান এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাব্বান আলী শেখ (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পাবনা সদরের পৌর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মৃত হাব্বান সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন জনৈক বাবুলের কলাবাগান এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ২০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি গুলি খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।