ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, ফেব্রুয়ারি ২০, ২০২০
হোসেনপুরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি নলকূপ স্থাপন করার পর পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের শাহবাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করে সেখানে।

ওই গ্রামের শাহবাড়ির স্কুলছাত্র বজলু শাহ বাংলানিউজকে জানায়, শাহবাড়ির মসজিদের জন্য একটি নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়। বুধবার নলকূপ বসানোর পর শ্রমিকরা চলে যায়। পরে বিকেলে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ পাওয়া যায়। তখন পাইপের মাথায় আগুন দিলে গ্যাস জ্বলতে থাকে।  

এ বিষয়ে পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল হাসান বাংলানিউজকে জানান, স্থনীয়রা বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তার এসে বিষয়টি খতিয়ে দেখবেন।
  
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।