bangla news

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, ২ চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৯ ৪:২৯:৩৬ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ সময় বাসের অন্তত আরও ১০ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই চালকের মধ্যে একজন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ লিটন (৩৫)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। অন্যজন বাসচালক। তবে, তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, ট্রাকটি (নারায়ণগঞ্জ-ট-০২-০৩২৬) ছিলো কংক্রিট বোঝাই। এ ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-০৭৯১) যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক লিটনের মৃত্যু হয়। আর গুরুতর আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ সময় দুর্ঘটনাকবলিত দু’টি যানই দুমড়ে-মুচড়ে এবং খাদে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসবি/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   কক্সবাজার সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-19 16:29:36