ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ৮ দিনব্যাপী বই মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
চাঁদপুরে ৮ দিনব্যাপী বই মেলা শুরু চাঁদপুরে ৮ দিনব্যাপী বই মেলা শুরু। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুরে ৮ দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

মেলায় ৩২ টি বুক রয়েছে।

এতে চাঁদপুরের বিভিন্ন লাইব্রেরীসহ পাবলিকেশন্স অংশগ্রহন করেছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই মেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারন সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, বই মেলার আয়োজক কমিটির সদস্য সচিব শহিদ পাটওয়ারী, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।