bangla news

ঢাকা-১০ ও বগুড়া-১ আসনে পিডিবি’র প্রার্থী ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৯ ১:৪৭:৩৮ এএম
প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতীক

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতীক

ঢাকা: জাতীয় সংসদের দু’টি শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন। 

তিনি বলেন, দু’টি আসনে এবার বাঘ প্রতীক নিয়ে মাঠে লড়বে পিডিবি। ঢাকা-১০ (ধানমন্ডি) আসনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মহানগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ আবদুর রহিম এবং বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) আসনে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা পিডিবির সভাপতি যুবরাজ মোহাম্মদ রনি।

তিনি আরো বলেন,  পিডিপি অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসএমএকে/ইউবি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-19 01:47:38