bangla news

জাহাজে বিদেশি পর্যটক হেনস্তাকারী সেই বখাটে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৯ ১:৩৩:৩৬ এএম
আটক বখাটে সালমান

আটক বখাটে সালমান

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্তাকারী বখাটেদের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়। 

আটক সেই বখাটের নাম মো. সালমান (১৮)। তিনি টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে। সালমান হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দত্ত জানান, পর্যটক হয়রানির অভিযোগে সেই বখাটেকে আটক করা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে সম্প্রতি এক বিদেশি পর্যটককে হেনস্তা করার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, সালমান-সহ কয়েকজন বখাটে সেই পর্যটককে নানাভাবে হেনস্থা-হয়রানি করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে সালমানকে চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত তাকে আটক করা হলো।

বাংলাদেশ সময়: ০১৩৩, ফেব্রুয়ারী ১৯, ২০২০
এসবি/ইউবি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-19 01:33:36