ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ট্রলারসহ জব্দ এক কোটি ২০ লাখ পোনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বাগেরহাটে ট্রলারসহ জব্দ এক কোটি ২০ লাখ পোনা জব্দ ট্রলারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ট্রলারসহ এক কোটি ২০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়। এসময় তিন জেলেকে আটক করে কোস্ট গার্ড।

পরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে’র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক তিন জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদেশ দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গফফার সরদার (৪০), নয়ন সরদার(২৫) ও শফিকুল সরদার(২৮)।  

পরে জব্দ পোনাগুলো নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।

কোস্ট গার্ড, শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটিতে তল্লাশি করে ফাইস্যামাছের পোনাসহ জেলেদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে জেলেদের মুক্ত করে দেওয়া হয়েছে। পরে উপজেলা ম্যৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের  উপস্থিতে পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ